WhatsApp Image 2024-02-17 at 18.19.47_79a94079

E-commerce Solution: Boost Your Online Business with Expert team

Smart Technology এটি একটি নির্ভরযোগ্য, সহজ এবং প্রযুক্তিপর প্লাটফর্ম, যা আপনার অত্যন্ত ব্যস্ত ব্যবসা পরিচালনা সহায়ক করে। আমাদের সমাধানের মাধ্যমে আপনি আপনার মূল্যবান গ্রাহকদের জন্য আকর্ষণীয় E-commerce Solution ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সামগ্রিক স্টক প্রবন্ধন করতে এবং সুরক্ষিত অনলাইন লেনদেন প্রদান করতে পারবেন। আমাদের ই-কমার্স সমাধানের মাধ্যমে আপনি আপনার ব্যবসা পরিচালনা এবং লেনদেন প্রক্রিয়াকে সহজ করতে পারবেন এবং আপনার সফলতার মাধ্যমে আরও বাড়াতে পারবেন।

E-commerce Solution

E-commerce“, শব্দটির পূর্ণরূপ বা ফুল ফর্ম হলো “electronic commerce” বা “internet commerce“.

ইন্টারনেটের ব্যবহার করে যেকোনো পণ্যের (Goods and services) বেচা-কেনা করার প্রক্রিয়াটিকেই ইকমার্স হিসেবে ধরা বা বলা হয়।

অনলাইন ইন্টারনেটের মাধ্যমে বেচা-কেনা করার ক্ষেত্রে buyer বা seller এর মধ্যে data এবং online payment / online transaction এর আদান প্রদান হয়ে থাকে।

তবে, বর্তমানে প্রায় প্রত্যেক ইকমার্স ব্যবসা গুলো পণ্য বিক্রি করার বিপরীতে customer দের offline টাকা পেমেন্ট করার ক্ষেত্রে cash on delivery র সুবিধে দিয়ে থাকে।

ইকমার্স (e-commerce) শব্দটি মূলত, যেকোনো physical product গুলোকে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করানোকে বোঝায়।

আবার, ইন্টারনেটের মাধ্যমে করা বিভিন্ন ধরণের commercial transactions গুলোকেও ইকমার্স হিসেবে ধরা যেতে পারে।

তবে, একটি অনলাইন ব্যবসার (online business) এর প্রত্যেক দিকগুলো ইকমার্স বলা যেতে পারে।

এবং, যেই ব্যবসা অনলাইন ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেই ব্যবসা গুলোকেই বলা হয় ই-কমার্স ব্যবসা।

সেভাবেই, যেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে অনলাইনে পণ্যের বেচা কেনা করা সম্ভব, সেগুলোকে বলা হয় ই কমার্স সাইট (e-commerce websites).

যেমন, Amazon, Alibaba বা eBay.

তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে, e-commerce কি বা ই-কমার্স ব্যবসা কাকে বলে

আজকাল অনলাইন বিজনেসের অন্যতম হাতিয়ার হচ্ছে E-commerce Solution ওয়েবসাইট ও ফেসবুক মার্কেটিং। ফেসবুক কেন্দ্রিক অনলাইন বিজনেসের জন্য ফেসবুকের পাশাপাশি E-commerce Solution ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে। অনলাইনে শপিং এর তুমুল জনপ্রিয়তা বৃদ্ধির কারণে E-commerce Solution ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিসীম। একই সাথে অনলাইন বিজনেসের সমস্ত আর্থিক লেনেদেন ও নিরাপত্তা নিশ্চিত করতে E-commerce Solution ও ক্লাউড হোস্টিং সার্ভিস অপরিহার্য।

Revolutionize Your Business with Our E-commerce Solution With Smart Technology:

আপনারা যারা অনলাইন শপ খুলতে আগ্রহী তাদের জন্য Smart Technology দিচ্ছে সম্পূর্ণ E-commerce Solution ওয়েবসাইট এবং ম্যানেজমেন্ট সিস্টেম, সাথে আরও আছে ক্লাউড হোস্টিং সুবিধা।
সম্পূর্ণ সার্ভিসটিতে পাচ্ছেনঃ
– ই-কমার্স ওয়েবসাইটের সম্পূর্ণ সার্ভিস
– প্রতিটি ওয়েবসাইটের নিজস্ব প্রফেশনাল উপস্থাপনা আমাদের মূল আকর্ষণ
– ইনভয়েস সিস্টেম
– কাস্টমার অর্ডার ম্যানেজমেন্ট
– যত খুশি তত পণ্য এবং ব্র্যান্ড যোগ করতে পারবেন
– স্টক এবং ওয়্যার হাউজ ব্যবস্থাপনা
– কুরিয়ার ম্যানেজমেন্ট
– অ্যাকাউন্ট সিস্টেম
– কোম্পানি মাসিক এবং বাৎসরিক রিপোর্ট সিস্টেম
– এসইও এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট
– ক্লাউড হোস্টিং
– সার্বক্ষনিক সহায়তা (24/7 hours)
– নিয়মিত সফটওয়্যার এবং সিস্টেম আপডেট
– সর্বোচ্চ সিকিউরিটি প্রদানের নিশ্চয়তা
– ইন্সটলেশন সুবিধা রয়েছে

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন,
Mob: +8801329634080

Address: 12 Sonartori Tower, level 13/B, Bir Uttom C.R Datta Road Banglamotor , Dhaka -1000, Bangladesh.

Email: info@smarttechnology.com.bd

Web: smarttechnology.com.bd

অথবা মেসেজ করুন Smart Technology এর ফেসবুক পেজে।

7 Responses

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *